ইকবাল হোসেন বাবু, ২২ এপ্রিল: জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নাগমুদ জুনিয়র যুব ক্রীড়া সংঘের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবার করোনার এ ক্রান্তিকালে দুইশতাধীক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী এবং ত্রিশটি পরিবারের মাঝে নগদ ১০০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে নাগমুদ কচু মার্কেটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে নাগমুদ জুনিয়র যুব ক্রীড়া সংঘের উদ্যেগে এ মহতি আয়োজন করা হয়।
ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র যুব ক্রীড়া সংঘের প্রধা উপদেষ্টা সৈয়দ আহমেদ, নাগমুদ বাজার কে. আই. ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ মুসলিম, বিশিষ্ট সমাজ সেবক ও ফ্রান্স প্রবাসী মোঃ হুমায়ুন কবির, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতিও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ ফারুক, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন মাস্টার, জুনিয়র যুব ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা মোঃ নিজাম উদ্দিন রনি, সভাপতি মোঃ ফয়সাল মাহমুদ, সিনিয়র সদস্য আবদুর রহিম, আবু ইউসুফ, কামাল হোসেন, ফাহিম আহমেদ, মহিউদ্দিন মনা ও রাকিবুল হাসান মিঝিসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন রনি জানান, আমরা চেষ্টা করেছি এ এলাকার প্রতিটি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অন্তত এক মাসের খাবার পৌঁছে দিবো। কিন্তু করোনার ক্রান্তিকালে প্রবাসী, উপদেষ্টা ও সংগঠনের সদস্যদের সীমিত সহযোগীতায় তা হয়তো করা সম্ভব হয়নি তারপরও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। এসময় তিনি সমাজের ভিত্তবানদের নিজ অসহায় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেন।