রায়হানুর রহমান, ২৬ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় করোনার ক্রান্তিকালে লকডাউনে ক্ষতিগ্রস্থ দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও ভাসমান লোকজনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে রবিবার দিনব্যপি ত্রান বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এছাড়াও স্থানীয় উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিতরণকৃত ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তেল।