রাকিব হোসেন আপ্র, ৩ মে :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)। আজ সোমবার (৩ মে) দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটির জেলা শাখার সদস্যরা। এসময় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেন তারা।
এ কর্মসূচিতে ওয়াইজেএফবি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদস্য রাজিব হোসেন রাজু, রাকিব হোসেন আপ্র ও নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।