রাকিব হোসেন আপ্র, ৫ মে :
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জামিরতলী গ্রামের সুজা মিয়া পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে খুব কষ্টে জীবনযাপন করছেন। এ খবর পেয়ে সুজা মিয়া ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশ। প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা ওই পরিবারকে উপহার দেয় সংগঠনটি। এতে সংগঠনটির উপদেষ্টা ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান অর্থায়ন করেন।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার বটতলী বাজারে উপকারভোগী পরিবারের কাছে অটোরিকশাটি হস্তান্তর করা হয়। এসময় আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম সাদ্দাম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন শরীফ নিরব উপস্থিত ছিলেন।
জানা গেছে, আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশ একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ২০১৯ সালের নভেম্বর মাসে সংগঠনটির সূচনা হয়। এই সংগঠনে রয়েছে- তরুণ ও উদ্যোমী একদল স্বেচ্ছাসেবী। যারা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে নিরলসভাবে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। চলমান সংকটাপন্ন পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ঘরে ওষুধ পৌঁছে দেয়া, মৃত ব্যক্তির লাশ দাফন, স্বাস্থ্য সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া বিনামূল্যে রক্তদান, কিডনি ও চক্ষু চিকিৎসায় অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দেয়া, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, মাদক বিরোধী কর্মসূচি, বৃক্ষরোপন অভিযান, নদী ভাঙন প্রতিরোধের দাবি জানানোসহ বহুমুখী সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংগঠনটির সদস্যরা। তবে আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশের প্রধান কর্মসূচি হলো- বিধবা ও এতিমদের সার্বিক উন্নয়নে কাজ করা।
আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম সাদ্দাম বলেন, আমরা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সকল কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করি। তবে এক্ষেত্রে আমাদের সংগঠনের উপদেষ্টা ও শুভাকাক্সক্ষীরাও বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। মূলত এই সংগঠনটির মাধ্যমে আমরা- তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ ও মানুষের সার্বিক কল্যাণের পাশাপাশি একটি মানবিক বাংলাদেশ গঠন করার প্রচেষ্টা চালাচ্ছি।