জহিরুল ইসলাম, ৫ মে: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ বুধবার দুপুরে ভাটরা ইউনিয়নের ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবুর রহমান।
ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জীবন শেখ’রসঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যাগ অফিসার রফিকুল ইসলাম, সহকারী ট্যাগ অফিসার রুহুল আমিন, রামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, সদস্য জহিরুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, জসিম মিজি, ইউপি সচিব শরিফুল ইসলাম, ইউপি মেম্বার আলী আশ্রাফ, সোহেল হাওলাদার, মফিজুল ইসলাম, মোঃ বাবলু, ইউপি ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত ওয়াসিমসহ নেতাকর্মী।