তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। জনপ্রতি সাড়ে ৪শ’ টাকা করে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৫শ’ ২১ জন ও কেরোয়া ইউনিয়নে ৫শ’ জনকে প্রদান করা হয়।
বুধবার দুপুরে পৌর শহরের মার্চ্চেণ্ট একাডেমী মাঠে ও কেরোয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, ইউপি চেয়ারম্যান শাহীনুর বেগম রেখা প্রমুখ।