নিজস্ব প্রতিবেদক, ৬ মে:
জাহিদ হোসেন মিঠু (২০), তুখোড় ফুটবলার ও একজন নিয়মিত রক্তদাতা। সবসময় এলাকায় সাধারণ মানুষের মাঝে যে কোন দূর্যোগে সচেতনতা সৃষ্টি, রক্তদান ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন নিঃস্বার্থভাবে।
গ্রামের বাড়ী রামগঞ্জ উপজেলার ডোননদি থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার গৌরিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যুর কাছে পরাজিত হয়ে চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
এ ঘটনায় তারেক মাহমুদ রিপন নামের মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়েছেন।
জাহিদ হোসেন মিঠু উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ডোননদি গ্রামের খাসেরবাড়ীর সিদ্দিকুর রহমানের বড় ছেলে।
স্থানীয় লোকজন জানান, আজ বৃহস্পতিবার ভোরে বাড়ী থেকে সেহেরী খেয়ে একই এলাকার তারেক মাহমুদ রিপন ও জাহিদ হোসেন মিঠু মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কুমিল্লার গৌরিপুর এলাকায় পিকআপের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই জাহিদ হোসেন মিঠু মারা যায়।
আবদুল মোতালেব জুয়েল নামের স্কুল শিক্ষক জানান, জাহিদ হোসেন মিঠু খুবই ভালো ফুটবলার ছিলো। ২০১৩ইং সনে পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে জেলা পর্যায়ে জোনাল ফুটবল টূর্ণামেন্টে অধিনায়কের দায়িত্বে ছিলো। বি পজেটিভ রক্তদাতা হিসাবে রক্তদানে ছুটে যেতেন আন্তরিকভাবে।
আলী হোসেন নয়ন জানান, সদা হাসোজ্জল মিঠু আমাদের মাঝে নেই। ভাবতে কষ্ট হয়। আজ বিকাল ৫টা নাগাদ জাহিদ হোসেন মিঠুর লাশ আসার পর জানাজা ও দাফন হবে।
রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের আহবায়ক ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক জানান, এমন মৃত্যু আমরা কখনো কামনা করিনা। তারপরও সবাইকে চলে যেতে হবে। একজন নিয়মিত রক্তদাতা ও খুবই আন্তরিক একটা মানুষ হটাৎ আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবে, ভাবতেই কষ্ট হচ্ছে। আল্লাহপাক তাকে বেহেশত নসীব করুন ও তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারন করার তওফিক দান করুন।