তানভির হোসেন: করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি ও রক্তদাতা সংগঠন পানিয়ালা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যেগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আজ শনিবার ইফতার পূর্বে পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে সংগঠনটির পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়।
পানিয়ালা ব্লাড ডোনার্স ক্লাবের আহবায়ক আলী হোসেন নয়নের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম।
পানিয়ালা ব্লাড ডোনার্স ক্লাবের আহবায়ক কমিটির সদস্য আবদুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় অত্র সংগঠনের অন্যতম সদস্য সম্প্রতি ঢাকা যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত জাকির হোসেন মিঠুর রূহের মাঘফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের আহবায়ক ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, পানিয়ালা ব্লাড ডোনার্স ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ডাক্তার মোঃ মাসুম বিল্লাহ, ডাক্তার আরিফুর রহমান, ডাক্তার ফরহাদ হোসেন, ব্যবসায়ী আবুল কালাম মিরন ও মাহফুজ আলম প্রমূখ।