নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলালের মরহুম বাবা ডাক্তার আহসান উল্ল্যাহ এর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় পারিবারিকভাবে ইফতারের আয়োজন করা হয়েছে।
শনিবার ৮ মে মাদ্রাসা মিলনায়তনে উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার, বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা. জাকির হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ি মোঃ বাচ্চু, ডা. নাছিরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কাউছার ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক জহিরুল হক শিবলু।
এছাড়া লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোয়েব হোসেন, ডা. রেজাউল করিম মাছুম, ডা. জিয়াউল হক বাবলু, ডা. মহিবুল্লাহ ভূইয়া, ডা. নাছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এতিম শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।