অধ্যাপক হারুন অর রশিদ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আনসার ক্যাম্প নামক স্থানে মালবাহি পিকআপ চাপায় রুবেল হোসেন (১৯) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের কাজিরখীল আনসার ক্যাম্প নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত রুবেল হোসেন জেলার কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের রমিজের বাড়ীর রমিজ উদ্দিনের ছেলে।
ইট ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, নিহত রুবেল হোসেন আলীপুর মাসুদ পাটোয়ারীর মালিকানাধীন ব্রীকফিল্ডে শ্রমিক হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
রামগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক মোঃ তাজুল ইসলাম জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা মালবাহি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৯০৭৮২) রামগঞ্জ থেকে চাটখিলগামী সিএনজি চালিত অটো রিক্সাকে চাপা দিলে অটোরিক্সা যাত্রী রুবেল হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সিএনজি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে, দূর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যায়।