বাক প্রতিবন্ধী রিজিয়া খাতুন, বয়স ৬০ বছর। মেয়ের বাড়ী রামগঞ্জ উপজেলার রতনপুর থেকে স্বামীর বাড়ী কমলনগরে ফিরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পার হয়ে গেলেও অধ্যাবদি মায়ের খোঁজ পায়নি তার দুই মেয়ে।
এলাকায় এলাকায় মাইক দিয়ে প্রচারনা করা হলেও কোন খোঁজ মিলেনি রিজিয়া খাতুনের।
রিজিয়া খাতুনের মেয়ে বিবি কুলসুম জানান, তার স্বামীর বাড়ী রামগঞ্জ পৌর এলাকার ওয়াপদা সড়কের কমিউনিটি সেন্টার সংলগ্ন।
গত বৃহস্পতিবার (১৩) মে তার মা রিজিয়া খাতুন আমার বাড়ী থেকে বাবার বাড়ী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাঁট এলাকার উত্তর চরভূতি আমির হোসেন মাঝি (ঘুনঘুইন্নার) বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি ঐ বাড়ীর আবদুল হাসিমের স্ত্রী।
আমরা উনাকে রামগঞ্জ ওয়াপদা সড়কের উপর থেকে রিক্সায় তুলে দেই। তিনি আরো কয়েকবার আমাদের বাড়ীতে আসা যাওয়া করেছেন। বাক প্রতিবন্ধী হলেও তিনি যে কোন স্থানে আসা যাওয়া করতে পারতেন।
পরে আমার বাড়ীতে খোঁজ নিয়ে জানতে পারি আমার মা বাড়ীতে যায়নি। এ ঘটনার পর আত্মীয়স্বজন, বিভিন্ন উপজেলা ও সম্ভাব্য সব স্থানে খুঁজেও আমার মা’কে আজও খুঁজে পাইনি।
কোন সহৃদয়বান ব্যক্তি উনার খোঁজ পেয়ে থাকলে রামগঞ্জ ওয়াপদা পার্টি প্যালেস কমিউনিটি সেন্টার এলাকা বা কমলনগর উপজেলার মতিরহাঁট এলাকার উত্তর চরভূতি আমির হোসেন মাঝি (ঘুনঘুইন্নার) বাড়ীতে পৌঁছে দেয়ার জন্য বিনিত অনুরোধ করেন পরিবারের সদস্যরা। এছাড়া ০১৮২৬০৫৪৯৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করা গেলো।