নুরুল আলম:
মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শাহজাহান (৭০)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধা শাহজাহানের উপর এলোপাতাড়ি আঘাত করে।
এসময় তিনি মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মূমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা সোহেল মোস্তফা দোলন জানান, তাঁর চাচা মোহাম্মদ শাহজাহান (৭০) এর সাথে প্রতিবেশি নুরুল হুদা প্রকাশ দুলাল মাস্টার, তাজুল ইসলাম প্রকাশ রাজা মিয়াদের সাথে জমির বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলছে। আদালত উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় স্থিতিশীল অবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে।
আজ শুক্রবার বিরোধপূর্ণ জায়গায় আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন মাটি কাটছিলো। এসময় আমার চাচা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বাড়ির পাশ্ববর্তী জমিতে দাঁড়িয়ে দুর থেকে তাদের দেখছিলো। তখন অতর্কিত ভাবে হামলা চালায় নুরুল হুদা প্রকাশ দুলাল মাস্টার তাজুল ইসলাম প্রকাশ রাজামিয়া,শেখ পলাশ,রণি, রানা গংরা। তিনি আরো আভিযোগ করেন, আমার চাচা জোরারগঞ্জ থানায় বারবার অভিযোগ করেও পুলিশের সহায়তা পায়নি। পুলিশের নিষ্কিয়তার সুযোগে প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে মাটি কাটছিলো।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত হেলাল উদ্দিন ফারকী জানান, লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত শেষে পরিবার থেকে মামলা হবে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা দ্রুত আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।