মাজেদ হোসেন:
বিকালে অন্য শিশুদের সাথে বাড়ীর উঠানে খেলা করছিলো শিশু (৪ বছর ১০ মাস)। হঠাৎ পাশের বাড়ীর এক রাজমিস্ত্রী বকুল মিয়া (৫৫) শিশুকে কোলে তুলে বাড়ীর পাশে দিঘির পাড়ে মুরগির খামারে নিয়ে ধর্ষণের চেষ্টার করার অভিযোগে রায়পুর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বৃদ্ধ এলাকা ছেড়ে পলাতক রয়েছেন ।
এ ঘটনায় এলাকাবাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে (২৮ মে) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামের মিতালিবাজার এলাকায়। অভিযুক্ত বকুল মিয়া একই এলাকার আলী হোসেন পাটোয়ারীর ছেলে।
এ ঘটনায় শুক্রবার রাতে বকুল মিয়াকে আসামী করে শিশুর মা বাদি হয়ে রায়পুর থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে অসুস্থ্যবস্থায় শিশুটি লক্ষ্মীপুর জজ আদালতের বিচারকের কাছে ৬৪ ধারায় জবাববন্ধি দিয়েছেন বলে জানান রায়পুর থানা পুলিশ।
শিশুর স্বজন এডভোকেট হাসিনা বেগম জানান, শুক্রবার বিকালে অন্য শিশুদের সাথে খেলা করছিলো শিশুটি। হঠাৎ পাশের বাড়ীর চাচা শিশুকে কোলে তুলে একই এলাকার দিঘির পাড়ে মুরগির খামারে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় । কিছুক্ষণ পর অন্য শিশুদের সাথে শিশুটিকে না পেয়ে খোঁজ করতে থাকেন মা। এসময় শিশুটি চিৎকারে দিলে বকুল মিয়া পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামিমা আক্তার শিশুটির চিকিৎসা শেষে অভিভাবকদের ধর্ষণ চেষ্টার বিষয়টি নিশ্চিত করে পুলিশকে খবর দেন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। অভিযুক্ত বকুল মিয়াকে গ্রেফতারে চেষ্টা চলছে।