হারুন অর রশিদ:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ্ব ১৭) টূর্ণামেন্ট আজ শুরু হয়েছে। রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে টূর্ণামেন্টের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে লক্ষ্মীপুর রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজ থাকায় তিনি আসতে পারেননি বলে জানালেন, আয়োজক কমিটির পক্ষ থেকে।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমান, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, শিক্ষক মনিময় বনিক, আবদুল মোতালেব জুয়েল ও মনির হোসেন প্রমূখ।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন সাইফুল ইসলাম সোহেল।