মাহমুদ ফারুক: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় রামগঞ্জ পৌরসভা একাদশ ৪/০ গোলে নোয়াগাঁও ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজ মঙ্গলবার রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত ফাইনাল খেলার প্রথমার্ধে রামগঞ্জ পৌরসভা একাদশ ৩ ও দ্বিতীয়ার্ধে ১ গোলে শেষ পর্যন্ত এগিয়ে থাকে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরুস্কার তুলে দেন রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারীসহ অতিথিবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল আলম, পৌর কর্মকর্তা জাকির হোসেন হেলাল, জাকির হোসেন, সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রুবেল।
উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে মনিময় বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন বিকাশ চন্দ্র লোধ, সহকারী রেফারী আশরাফুল ইসলাম ও মনির হোসেন এবং আবদুল মোতালেব জুয়েল।
উক্ত টূর্ণামেন্টে ম্যাচ অব দ্যা সিরিজ লাভ করেন, বিজয়ী দলের সৈকত মাহমুদ।