লক্ষ্মীপুরে যুবদল নেতাকে স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক করায় বিক্ষোভ
আনিস কবির:
লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়ন স্বেচ্চাসেবলীগের নব গঠিত কমিটিতে ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূনকে স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেয়ার প্রতিবাদে ইউনিয়নের যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এলাকা বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
আজ সকালে নিমতলা এলাকায় কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মাকছুদ আলম, সদস্য মো. মনির, সাবেক ছাত্রলীগ নেতা মজিদ প্রমুখ।
এ সময় তারা যুবদল নেতাকে স্বেচ্ছাসেবকলীগে কমিটিতে যুগ্ন-আহবায়ক করায় ক্ষোভ প্রকাশ করে কমিটি বাতিলের দাবী জানান।
বিক্ষোভকারীরা জানান, গত ২৮ মে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূনকে সেচ্ছাসেবক লীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। এতে হতাশ স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত লোকজন।
যুবদল নেতা মোঃ হুমায়ুন একসময় আওয়ামীলীগের লোকজনের উপর হামলা করেছেন। সে লোককে এখন কিভাবে স্বেচ্ছাসেবকলীগের পদ দেওয়া হয়েছে। এসব অনুপ্রবেশকারীর কারণে দলের বদনাম হচ্ছে। হাইব্রিড এবং অনুপ্রবেশকারীর মাধ্যমে দলের ক্ষতি হবে বলে জানান বিক্ষোভকারীরা। দলের ত্যাগী নেতাকর্মীদের পদ দেওয়ার দাবি করেন তারা।