মানসিক প্রতিবন্ধী মোঃ ইলিয়াস হোসেন (৩০)। গ্রামের বাড়ী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মধ্যপাড়া পাটোয়ারী বাড়ী। গত ৫জুন বাড়ী থেকে সবার অগোচরে বের হয় নিখোঁজ হন। অধ্যাবদি তার নিকটাত্মীয়রা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি।
ছোট ভাই মোঃ মোঃ ইব্রাহীম হোসেন বড় ভাইয়ের খোঁজে সম্ভাব্য সব জায়গায় পাগলের মতো খুঁজে বেড়ালেও সন্ধান মিলেনি বড় ভাই ইলিয়াসের। বড় ভাইয়ের খোঁজে ৮জুন রাতে ছোট ভাই মোঃ ইব্রাহীম বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী নম্বর ৩৬৫, তারিখ ৭-৫-২০২১ইং।
ছোট ভাই ইব্রাহীম জানান, আমার ভাইটি খুবই সহজ সরল। গত কয়েকদিন থেকে আমার ভাইটি নিখোঁজ রয়েছেন। সমাজের সহৃদয়বান ব্যক্তিদের তার ভাইকে খুঁজে পেতে সহযোগীতার অনুরোধ করেন তিনি।
তার ভাইকে কেউ খুঁজে পেলে বা কোথাও দেখলে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মধ্যপাড়া পাটোয়ারী বাড়ী অথবা ০১৭১৮৩৭৫৭৪১ ও ০১৭৪৮৭৭৬২০৯ কল দিয়ে জানানোর বিনিত অনুরোধ করেন।