মাহমুদ ফারুক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও রামগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল সংবর্ধণা দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেয়ার আগের দিন মঙ্গলবার বিকালে রামগঞ্জ উপজেলা হয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে সংক্ষিপ্ত সাক্ষাতে এ সংবর্ধণা দেয়া হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানার অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার হাতে ফুলের তোড়া তুলে দেন।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।