
মাহমুদ ফারুক: লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় রামগঞ্জ উপজেলা প্রশাসন শহরের পুলিশ বক্স চত্বরে মাস্ক ও স্যানেটাইজারসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুলিশ বক্স চত্বরসহ বিভিন্ন জনসমাগম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান সুরক্ষা সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।
এসময় মাস্ক পরিধান না করায় ১০ পথচারীকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ১২শ টাকা জরিমানা করেন।
রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ ইস্রাফিল ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।