আখতার হোসাইন খান:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী’র নেতৃত্বে সকাল থেকে পৌরশহর, বিভিন্ন ইউনিয়নের কয়েকটি বাজার, মেইন সড়কসহ বিভিন্ন সংযোগ সড়কে কোভিড ১৯ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে সহযোগিতায় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল।
এই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্কবিহীন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ে বের হওয়ার অপরাধে ১৮ টি মামলায় ৮হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদানসহ সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।