মাহমুদ ফারুক: সারাদেশে লকডাউনের দ্বিতীয় দিনে জেলার রামগঞ্জ থানা পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে। উপজেলার সীমান্তবর্তি এলাকা কাটাখালি, কচুয়া ও পানপাড়া বাজারের হাইওয়ে সড়কে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সিনিয়র অফিসারদের দায়িত্বে রয়েছে অধিকাংশ সড়ক ও হাঁটবাজার। পাশাপাশি উপজেলা প্রশাসনকেও বিভিন্ন সহায়তা প্রদান করছে রামগঞ্জ থানা পুলিশ সদস্যরা।
আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ রামগঞ্জ শহর পুলিশ বক্স চত্বর, কচুয়া বাজার, বালুয়া চৌমুহনি, কাটাখালি, পানপাড়া বাজার ও পদ্মাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল অব্যাহত রেখেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সরকারী নির্দেশনা পালনে রামগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গণ পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঔষধ ও নিত্যপন্যের দোকান ছাড়া কোন প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।