মাহমুদ ফারুক: করোনা ভাইরাস প্রতিরোধ ও লকডাউন কার্যকরে রামগঞ্জ উপজেলা ও জেলা প্রশাসন গত দুইদিনে রামগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান এসময় মাস্ক পরিধান ব্যতিত চলাফেরা এবং দোকান খোলা রাখায় ২১ টি মামলা দায়ের করেন।
সোমবার ও মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন ১৬টি মামলায় ৫ হাজার ৪শ টাকা ও আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান ৫টি মামলায় ১হাজার ২শ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেগণ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সকল বিধান না মানলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।