রেদোয়ান সালেহীন নাঈম: রামগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু (৪৫) আজ বুধবার ভোর ৬.৪৫ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে পরিবারের সদস্যরা জানান।
মিজানুর রহমান মিন্টুর মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হোসেন, কেন্দ্রীয় এলডিপির মহাসচিব মোঃ শাহাদাৎ হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার, সাবেক পৌরসভার মেয়র মোঃ হানিফ পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের নেতৃবৃন্দ।
আজ বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর রাজ্জাকিয়া পাটোয়ারী বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
মিজানুর রহমান মিন্টু মৃত্যুর সময় ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি ও আত্মীয়স্বজন রেখে গেছেন।