মাহমুদ ফারুক: রামগঞ্জে কর্মহীন, সুবিধাবঞ্চিত ও বেদে পরিবারের সদস্যদের মাঝে রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের ব্যক্তিগত তহবিল থেকে চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ শিশু পার্ক এলাকায় শতাধীক পরিবারের মাঝে চাল বিতরণ করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
সাউথ বাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক বেলাল হোসেনের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, প্রচেষ্টা পাঠশালার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন স্বপন ও প্রচেষ্টা পাঠশালার শিক্ষকবৃন্দ।