মাহমুদ ফারুক:
করোনা ভাইরাসের প্রকোপরোধে সারাদেশে সরকার ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়ন করতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন।
এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও মাস্ক পরিধান না করায় ১০টি মামলা ও ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ ওহাবের নেতৃত্বে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা না মানলে মামলা ও জেল জরিমানা অব্যাহত থাকবে।