নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মা, ভাই বোনসহ লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য মোঃ আব্বাস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বেসরকারি টিভি চ্যানেল ইনডিপিন্ডেন্ট টেলিভিশন এবং দৈনিক আজকের পত্রিকায় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও তার পরিবারের বাকি তিন সদস্যও করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
আজ সোমবার (১২ এপ্রিল) সাংবাদিক আব্বাস হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক আব্বাস হোসেন জানান, সংবাদ সংগ্রহে গিয়ে তিনি অসুস্থ অনুভব করেন। এর মধ্যে শরীরে করোনার লক্ষণ দেখা দিলে পরিবারের অন্যান্য সদস্যদেরসহ নিজের নমুনা পরীক্ষা করান। এতে মা, ভাই বোনসহ তার করোনা ধরা পড়ে। এরপর তিনি এবং পরিবারের তিনি সদস্য হোম কোয়ারান্টাইনে যায়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
এদিক মা, ভাই বোনসহ সাংবাদিক আব্বাস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত শুনে তাত্ক্ষণিক খোঁজ নেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার, সাংবাদিক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান সবুজ, সাবেক কার্য নির্বাহী সদস্য নজরুল ইসলাম জয়, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুলসহ সহকর্মীবৃন্দ।