নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামণা করে বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার বাদ জুমা লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী লিল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগ সদস্য আমজাদ মাস্টার, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।