নিজস্ব প্রতিবেদক:
রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে ফিসারিজ ঘাট দেওয়ানজি রাস্তার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
শনিবার (১৭ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি এ রাস্তাটি উদ্বোধন করেন। এসময় রাস্তায় বিকস্ এর কাজের জন্য এডভোকেট নয়ন এমপি তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ হস্তান্তর করেন।
ইউপি চেয়ারম্যান মো: আবুল হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।