আজিজ শাকিল:
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভর বাবা মোঃ রমজান আলী (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রবিবার দুপুরে ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ রবিবার বাদ এশা মরহুমের জানাজা শেষে পৌর আঙ্গারপাড়া গ্রামের আবদুল কাদের মুন্সীর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানান আত্মীয়স্বজন।
মেহেদী হাসান শুভর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারীসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।