ইকবাল হোসেন:
করোনার দূর্যোগ মুহুর্তে রামগঞ্জ উপজেলার অক্সিজেন সেবা গ্রহীতাদের পাশে দাঁড়ালেন উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম চেয়ারম্যানের বড় ছেলে শামছুল ইসলাম সুমন।
নুরুল ইসলাম চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন আজ রবিবার রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব কার্যালয়ে সভাপতি মোঃ ফারুক হোসেনের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
এসময় তিনি জানান, উপজেলাবাসীর চাহিদা অনুযায়ী আমার সেবা অপ্রতুল হলেও আমি চাই সকল শ্রেণী পেশার মানুষ করোনা মহামারির এ দূর্যোগে দেশের সেবায় এগিয়ে আসুক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল মানুষের সহযোগীতার বিকল্প নেই।
উল্লেখ্য রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান নুরুল ইসলাম চেয়ারম্যানের সুযোগ্য ছেলে শামছুল ইসলাম সুমন পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বর্তমানে উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হিসাবে রয়েছেন। শামছুল ইসলাম সুমন করোনাকালীন দূর্যোগ মুহুর্তে এলাকাবাসীকে বিভিন্ন দান অনুদান ছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজ অর্থায়নে খরছ চালিয়ে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন সদস্য আবদুল করিম, মোঃ রিয়াদ হোসেন, ব্লাড ডোনার’স ক্লাবের কোষাধ্যক্ষ রায়হানুর রহমান, সদস্য ইয়াছিন আরাফাত রাব্বী।