মাহমুদ ফারুক:
জেলার রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৩টি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ ছিলো তীব্র। টিকা কেন্দ্রগুলোতে আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতি থাকলেও রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদেরকে দেয়া হয় টিকা।
উপজেলা প্রশাসনের জারিকৃত প্রজ্ঞাপনে পূর্ব নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এক নাগাড়ে চলে টিকা প্রদান কার্যক্রম।
বয়স্ক ব্যক্তি, নারী ও প্রতিবন্ধীদের টিকা প্রদানের অগ্রাধিকার দিয়ে রেজিস্ট্রেশনকৃত ৬৬০০ ব্যক্তিকে টিকা দেয়া হয় উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি ও পৌরসভার ৩টি কেন্দ্রে।
আজ শনিবার সকালে টিকা কার্যক্রম দেখতে কেন্দ্রগুলো পরিদর্শন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, প্রথম পর্যায়ে আজ শনিবার ছয় হাজার ছয়শ জনকে টিকা দেয়া হয়েছে। আগামী ১৪ আগষ্ট থেকে গ্রাম পর্যায়ে পূনরায় টিকা কর্মসূচি শুরু হবে।