রেদোয়ান সালেহীন নাঈম:
রামগঞ্জ উপজেলার ৪নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি অলি উল্যাহর ব্যক্তিগত অর্থায়নে তার বাসভবনের সামনে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার সভাপতিত্বে এসময় প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকের নিকট মাস্ক ও স্যানেটাইজার হস্তান্তর করা হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মাকসুদুর রহমান, ছাত্রদল নেতা আরিফ হোসেন প্রমূখ।