রেদোয়ান সালেহীন নাঈম: ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও দানবীর আনোয়ার ফারুক আজ রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবে করোনা ভাইরাস প্রতিরোধে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুকের হাতে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
একই সময়ে রামগঞ্জ উপজেলার তাহেরপুর হেরার আলো ফাউন্ডেশনের জহিরুল ইসলাম মুজাহিদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী উপহার প্রদান করেন।

এসময় এবি পার্টির নেতা মাওলানা আলী আকবর পাটোয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকাস্থ রামগঞ্জ চ্যারিটেবল সোসাইটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক জানান, করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে আমরা রামগঞ্জ উপজেলাসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপিই, রেইনকোট, গামবুটসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছি। তারই অংশ হিসাবে নিজ এলাকার করোনা উপসর্গ বা করোনায় মৃত ব্যক্তিদের দাফনটীমের জন্য পিপিই, গগলস, মাস্ক, ক্যাডস ও ফেশশিল্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা আনোয়ার ফারুককে ধন্যবাদ জানিয়ে বলেন, উনাদের মতো সমাজসেবক ও মানবিক ব্যক্তিদের কারনে এখন পর্যন্ত অত্র উপজেলাসহ সারাদেশের সাধারণ ও দুস্থ্য মানুষ কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। আমি সাধুবাদ জানাই এমন মহতি কাজে এগিয়ে আসার জন্য।