নিজস্ব প্রতিবেদক: সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে মাত্র একটি ফোন কলেই মিলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ত্রাণ সামগ্রী) ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। জাতীয় কলসেন্টার ৩৩৩ এ কল করে যেকোন সময় নিতে পারবেন এই সেবাটি।
যারা বাসায় অবস্থান করছেন তাঁদের জন্য রয়েছে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শের পাশাপাশি কর্মহীন মানুষের জন্য রয়েছে সরকারি ত্রাণ সুবিধা।
এ সুবিধার অংশ হিসাবে ৩৩৩ এ কল দিয়ে রামগঞ্জ পৌরসভা এলাকার ৩২ জন্য দরিদ্র পরিবার পেলেন ত্রান সহায়তা বা প্রধানমন্ত্রীর উপহার।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে তৈরিকৃত তালিকা অনুযায়ী হতদরিদ্র এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী উপহার প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে।