নিজস্ব প্রতিবেদক: জেলার রামগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভীতি দুর করে আগামী প্রজন্মকে আধুনিক বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে রামগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যেগে বিজ্ঞান সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে আয়োজিত বিজ্ঞান সভায় বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী সচিব মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ।
বক্তাগণ এসময় বলেন, আভিধানিকভাবে বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে ‘বিশেষ জ্ঞান’। দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছেই বিজ্ঞান যেন এক ভয়ংকর বিষয়ের নাম। মনস্তাত্ত্বিক এই ভীতি থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান শেখায় অনেকটা অমনোযোগী হয়ে পড়ে। তবে বিজ্ঞান যে ভীতিকর বা অধরা কোনো বিষয় নয় সেই বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতেই রামগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের মূল লক্ষ। তারই ধারাবাহিকতায় আজকের এ সভা। আর এ সভার মাধ্যমে বিজ্ঞান বিষয়ক ভয় দুর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শোহরাব হোসেন, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।