ইয়াছিন আরাফাত রাব্বি: দীর্ঘ লকডাউন শেষে পানপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে বসেছে যেন প্রানের মেলা।
উৎসাহ উদ্দীপনা আর দীর্ঘদিনের জট খুলতে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচের।
খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের উপস্থিতি দেখে মনে হলো লম্বা সময়ের পর জন্য শ^াস গ্রহণ করছেন তারা।
এমনি এক আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ড বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় মধ্যে টিউরী যুব কল্যাণ পরিষদ ও হেল্পিং হ্যান্ড বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা।
খেলায় ২-০ গোলে হেল্পিং হ্যান্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
বিকাল সাড়ে ৫টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল আলম, বিশেষ অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ জিসান, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ব্যক্তিত্ব আনোয়ার ফারুক, শিক্ষক ও লেখক আবদুল বাতেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হেল্পিং হ্যান্ড বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার দায়িত্বরত সায়েম পাটোয়ারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।