নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে ডাকাতিয়া ও রহমতখালী নদী ভাঙ্গণ রোধ প্রকল্পের আওতায় রহমতখালী বাঁধের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। শনিবার বিকেলে সদর উপজেলার ২১নং টুমচর ইউনিয়নের ইলিরগোঁজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রহমতখালী বাঁধটি উদ্বোধন করেন তিনি। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড এর ব্যবস্থাপনায় ৬ কোটি ব্যয়ে ৫০০মিটার দৈর্ঘ ভাঙ্গন বাঁধটি নির্মিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবুল হোসেন, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী, টুমচর ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলা, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা যুবলীগ নেতা মোফাচ্ছের হোসেন চুন্নু, যুবলীগ নেতা এড. লুৎফুর রহিম গাজী, সদর থানা যুবলীগ নেতা ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।