নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে “তথ্য আপা” প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ভাদুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সাত্তার কমিশনারের বাড়ীর উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া।
হাস-মুরগী, গরু-ছাগল পালনসহ বিভিন্ন বিষয়ে নারীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন, তথ্য সেবা কর্মকর্তা মাহমুদা আক্তার, মিনা পরিবারের সদস্যবৃন্দ এবং পশ্চিম ভাদুর গ্রামের বিভিন্ন মহিলাবৃন্দ। উঠান বৈঠকে “তথ্য আপা” প্রকল্পের কাজ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। এসময় তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব এবং নারীদের উদ্যোক্তা হওয়ারও আহবান জানান।
ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভাদুর নারীদের উন্নয়নে সরকারী সকল সুযোগ সুবিধা প্রদানসহ সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।