নিজস্ব প্রতিবেদক:
কোরআনে হাফেজ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণের মধ্যে দিয়ে রামগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় ২নম্বর নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে বরিয়াইস বাজারে “ আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ জাফর উল্যাহ ভূইয়া, মোজাম্মেল হক শাওন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভূইয়া, মোস্তফা কামাল, আজিজুল হক ডালিম, শহীদুল ইসলাম রতন, মেহেদী মাসুদ ভূইয়া, মোঃ শহীদুল্লাহ, মোঃ বোরহান পাঠান, শেখ মোঃ কামাল হোসেন, শাকিল পাটোয়ারীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
