নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাক্মা উপজেলা সরকারী কর্মচারী ক্লাবের নেতৃবৃন্দদের হাতে একটি স্মার্ট এলইডি টিভি উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে কর্মচারী ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতে উপহারটি হস্তান্তর করা হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তার উপহার পেয়ে সংগঠনের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ আনোয়ার কবির, সাধারণ সম্পাদক কামাল হোসেন বকুল, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক আকবর হোসেন প্রমূখ৷
উপজেলা সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি আনোয়ার কবীর জানান, একটি সংগঠনকে শক্তিশালী করতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আর একটি সংগঠনকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের সহযোগীতার বিকল্প নেই। ধন্যবাদ মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে।