স্বীকৃতি বিশ্বাস:
মাদকদ্রব্য চোরাচালান রোধ করতে মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টীম কাজ করে যাচ্ছে। সারাদেশকে মাদকমুক্ত করে প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে সাড়াশি অভিযান।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টীম টেকনাফ থানার পল্লানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ টি বিয়ার ক্যানসহ মামুন রশিদ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মামুন রশিদ টেকনাফের নতুন পল্লানপাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে।
এ ব্যপারে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।