নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিবগণ জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং সনদ বিষয়ে সমস্যা ও সম্ভাবনামূলক প্রশ্ন উত্থাপনের মধ্যে দিয়ে বিশদ আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, সহকারী কমিশনার (এসিল্যান্ড) ভূমি মোঃ মাহাবুবুর রহমান, আইসিটি অফিসার রাজিব রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী, মুজিবুল হক মুজিব, কামাল হোসেন ভূইয়া, মাহেনারা পারভীন পান্না প্রমূখ।