নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক পিযুষ কান্তি লিটনসহ পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
এছাড়াও আজ মঙ্গলবার চন্ডীপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।