নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ থানা পুলিশের উদ্যেগে ও জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) সার্বিক তত্বাবধানে জেলার রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রীতি ও বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে প্রতিটি ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনার বিষয়কে সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইছাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তেন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্য, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আলেম-উলামা এবং হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনগনকে অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জানিয়ে সহযোগীতার হাত বাড়ানোর অনুরোধ করেন।