নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ২০২১ইং সনের এস.এস.সি পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আবদুল মান্নানের সার্বিক তত্বাবধানে ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন উপ-পরিচালক জনাব ডা. তাজকেরা খানম।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “তোমরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তোমরা সর্বোচ্চ শিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হয়ে দেশের সেবা করবে, এই প্রত্যাশা নিয়েই আমরা অজপাড়াগাঁয়ে এরকম একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। সর্বশক্তি আল্লাহর কাছে তোমাদের সার্বিক সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলাকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ইসমাইল হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাজ্জাদুর রহমান।