নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার স্মার্ট একাডেমী প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩শতাধীক শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের জন্য ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনটির আয়োজন করে তারুণ্যের আলো ব্লাড ডোনেশন সংগঠন।
সংগঠনের সদস্যরা ফ্রি ক্যাম্পেইনে সহযোগীতা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও সাংবাদিক মাহমুদ ফারুক, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি কর্মকর্তা মোঃ ফয়সাল আহম্মেদ, শিক্ষক কাজী শাকিলা বেগম, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন শিপন, ক্রীড়া সম্পাদক সজিব আহম্মেদ, মহিলা ও বিষয়ক সম্পাদক পান্না আক্তার, অর্থ সম্পাদক সাব্বির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তন্ময়সহ প্রবন শীল, সাজ্জাদুর রহমান, শাকিল হোসেন, মোঃ রায়হান, রাকিব হোসেন ও পিয়াস।