নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহীদ হোসেন ভূইয়াকে মনোয়ন না দেয়ার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া।
সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম খোকন বলেন, আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে রেজুলেশন করে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের ছেলে ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার নাম ১ নম্বরে দিয়ে প্রস্তাব করে প্রেরন করা হয়।
ষড়ষন্ত্র করে টাকার বিনিময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনগনের সাথে সম্পর্ক নাই এমন এক ব্যক্তির নাম তালিকায় অর্ন্তভূক্ত করে কেন্দ্রে প্রেরন নৌকা প্রতীকে মনোনয়ন বাগিয়ে নেয়। তাই এ ইউনিয়ন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে তদন্ত সাপেক্ষে পূণর্বিবেচনা করে জাহিদ হোসেন ভূইয়াকে মনোয়ন দেওয়ার জোর দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আরিফ হোসেন, মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক মহিন উদ্দিন সুজন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি মহিন, সাধারন সম্পাদক শরিফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রাব্বী, শ্রমিকলীগের সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক রহমান, কৃষকলীগ নেতা আলম মিয়া, আবদুল আজিজ, রিক্সা শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাউছার ভুইয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে স্থানীয় কাজী মার্কেট এলাকায় জাহীদ হোসেন ভূইয়াকে মনোনয়ন দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল করে।