তামজিদ হোসেন রুবেল: একজন চেয়ারম্যান প্রার্থীর সংবর্ধণা অনুষ্ঠানে সাধারণ জনতার উপস্থিতি ছিলো অবিশ্বাস্য। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ যেন অভুতপূর্ব এক সমন্বয়।
দলমত নির্বিশেষ আজ শনিবার বিকালে রামগঞ্জ উপজেলার ৩নম্বর ভাদুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ জাবেদ হোসেনের সংবর্ধণা অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
উপজেলার কাটাখালি এলাকা হয়ে চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন ঢাকা থেকে নিজ গ্রামের ফিরেন। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে ফুলেল সংবর্ধণা প্রদান করেন।
চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন এসময় স্থানীয় জনতার স্বতস্পূর্ত সাড়া দেখে আবেগপ্লুত হয়ে পড়েন।
পরে ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন উপস্থিত এলাকাবাসীর মাঝে বক্তব্য রাখেন।
ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় ও আবদুল মান্নানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, পৌর যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ আকন্দ, রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরান পাটোয়ারী, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইমরান হোসেন বাচ্চু, রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, কাউন্সিলর মনির হোসেন রানা, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফ রাজু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সহিদ চৌকিয়া, ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী দানিছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মজিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের লোকজন।