নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমী প্রমূখ।