নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান মরহুম মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যানের ছেলে শামছুল ইসলাম সুমনকে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী।
গতকাল রবিবার বিকেলে ঢাকা থেকে রামগঞ্জে আসলে চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসী তাকে এই সংবর্ধণা দেন। পরে এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শোডাউনটি শেষ করে।
চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম সুমন তার বক্তব্যে বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন গত ২৫ অক্টোবর রাতে ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে সকল ইউনিয়নের সাথে চন্ডিপুর থেকে আমার নাম ঘোষিত হয়।
কিন্তু দুঃখের বিষয় একটি মহল ষড়যন্ত্র করে পরদিন ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার প্রিন্ট কপি থেকে আমার নামটি কেটে দিয়ে নৌকা প্রতীক কেড়ে নেয়া হয়। আমি কুচক্রী মহলকে বলতে চাই নৌকা কেড়ে নিলেও ইউনিয়নবাসীর ভালোবাসা কেড়ে নেওয়া সম্ভব না। তিনি এসময় নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন পারলে আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে এলাকাবাসীর ভালোবাসা কেড়ে নিয়ে জয়ী হয়ে দেখান।
এসময় তিনি এলাকাবাসীকে বলেন, আপনাদের ভালোবাসা ও জোর দাবির কারনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিচ্ছি। আমি আশা করবো ভোটের দিন ব্যালটের মাধ্যমে আপনারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়তে বদ্ধ পরিকর থাকবেন।
এসময় স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।